রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার একটি ভবন থেকে ফেলে দেওয়া নবজাতকটি মারা গেছে। গতকাল শনিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কন্যা নবজাতকটি মারা যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নবজাতকটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শুক্রবার রাতে কয়েকজন নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন