kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

ফরিদপুরে স্মরণসভা

সংস্কৃতিজগতে অমর হয়ে থাকবেন অরুণ বসু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজ জেলা ফরিদপুরে স্মরণ করা হলো প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক ও সংস্কৃতিকর্মী অরুণ বসুকে। গতকাল ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক মঞ্চ ও প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে ‘সাহিত্য-সংস্কৃতি সারথি অরুণ বসু শোকস্মরণ ও স্মৃতিতর্পণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যজন ড. বিপ্লব বালার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ এম এ সামাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, অরুণ বসুর সহধর্মিণী কবিতা বসু, সংস্কৃতিকর্মী নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, আসমা আক্তার মুক্তা, মো. আবুল বাতিন প্রমুখ। বক্তারা বলেন, অরুণ বসুর কীর্তি মানুষের প্রাণে, গানে, কবিতায় ধ্বনিত হবে।

বিজ্ঞাপন

স্বজন হিসেবে, সংস্কৃতিজন হিসেবে অরুণ মানুষের মনোলোকে স্বমহিমায় অবস্থান করবেন। তিনি অমর হয়ে থাকবেন সংস্কৃতিজগতে।সাতদিনের সেরা