বরগুনার আমতলীতে এক ছাত্রীকে (১৫) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার শিকার ছাত্রী মানিকঝুড়ি মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মাদরাসায় আসা-যাওয়ার পথে একই এলাকার মিলন হাওলাদারের ছেলে ‘কিশোর গ্যাং সদস্য’ মিরাজ হাওলাদার ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত।
বিজ্ঞাপন