আফগানিস্তানে আটকে পড়া ছয় বাংলাদেশি বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস জানায়, ইরান হয়ে তাঁরা ঢাকায় ফেরেন। তাঁরা সবাই তাবলিগের সদস্য। এত দিন তাঁরা আফগানিস্তানের জালালাবাদে মাক্কি তাবলিগ মারকাজ মসজিদে অবস্থান করছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের সহযোগিতায় এ পর্যন্ত ৩২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এখন আর কোনো বাংলাদেশি আফগানিস্তানে আটকে নেই।
উল্লেখ্য, আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নেই। উজবেকিস্তান থেকে বাংলাদেশ দূতাবাসই আফগানিস্তানে বাংলাদেশের স্বার্থ দেখভাল করে।