ইউপি নির্বাচনে হেরে যাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করলেন ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে আওয়ামীলীগের প্রার্থী মো. কিরণ মিয়া। তার অভিযোগ, এমপির বিরুদ্ধে গিয়ে দলীয় মনোনয়ন লাভ করায় প্রশাসন দিয়ে তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। তিনি দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন কিরণ।
বিজ্ঞাপন
কিরণ উপজেলার গোয়ালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর হওয়া নির্বাচনে তিনি আজহারুল হকের কাছে হেরে যান। জেলা থেকে পাঠানো আওয়ামী লীগের তালিকায় আজহারুল হকের নাম ছিলো। ৬ অক্টোবর দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো লিখিত অভিযোগে কিরণ মিয়া উল্লেখ করেন, আজহারু উপজেলা বিএনপি’র সদস্য। এ সংক্রান্ত কাগজপত্র তিনি সংযুক্ত করে দেন।