kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

বে ওয়ানের যাত্রা ফের শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রাম-সেন্ট মার্টিন দ্বীপ রুটে পর্যটকবাহী জাহাজ ‘বে ওয়ান’ পুনরায় সমুদ্রযাত্রা শুরু করছে। জনপ্রতি চার হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকায় চেয়ার, কেবিন ও ভিভিআইপি স্যুটে পর্যটকরা আকর্ষণীয় সব সেবা পাবে। এক ট্রিপে এক হাজার ৮০০ পর্যটক নেওয়ার সক্ষমতা রয়েছে বে ওয়ানের। এত দিন করোনার কারণে বন্ধ ছিল কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের বে ওয়ানের সমুদ্রযাত্রা।

বিজ্ঞাপন

তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া ১৭ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ। পর্যটকরা চাইলে সেন্ট মার্টিনে জাহাজেই রাত্র যাপন করতে পারবে। পর্যটন মৌসুমের শুরুতে সমুদ্রযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গত বৃহস্পতিবার পতেঙ্গার ওয়াটার বাস ঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘জাহাজটি আসা-যাওয়ায় ২৫ টন তেল খরচ হয়। এক দিনের জ্বালানি খরচ ২১ লাখ টাকা। আমাদের কর্ণফুলী এক্সপ্রেস নিয়মিত সেন্ট মার্টিন দ্বীপ রুটে যাতায়াত করছে। ডিসেম্বর থেকে শুক্র, শনি ও রবিবার নতুন সূচিতে পুরোদমে পর্যটক নিয়ে বে ওয়ান জাহাজটি চলাচল করবে। ’ টিকিট বিভিন্ন কাউন্টার ছাড়াও অনলাইনে পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।সাতদিনের সেরা