ভোটকেন্দ্রে হামলাসহ ফেসবুকে লাঠিসোঁটার ছবি পোস্ট করে উসকানির অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পীরগঞ্জের একটি ভোটকেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপসহ হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন মোস্তাফিজার। গত বুধবার তাঁর ফেসবুক আইডিতে লাঠিসোঁটার ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। আগেও তাঁর ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্টের অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন