বগুড়ায় একটি নকল সোনার বারসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত হোসেন আলী মণ্ডলের ছেলে জয়নাল মণ্ডল (৪০) ও মৃত ওয়াজিবুল্লাহ প্রামাণিকের ছেলে জহুরুল প্রামাণিক (৩৫)। এ সময় তাঁদের কাছে থাকা অটোরিকশাটিও জব্দ করা হয়।
বিজ্ঞাপন