kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

মামলা প্রত্যাহার দাবি সিপিবির

গাইবান্ধা প্রতিনিধি   

২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউনিয়ন পরিষদ নির্বাচনের এক ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা নেতা ও কাস্তে প্রতীকের প্রার্থী ছাদেকুল ইসলামসহ বেশ কয়েকজনের নামে করা মামলাটিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ করেছে সংগঠনটি। গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল শেষে পদক্ষেপ মিলনায়তনে পার্টির নেতাকর্মীরা সাধারণ সভায় মিলিত হন। এতে জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মিতা হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলতাফ হোসাইন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা নেতা তপন কুমার বর্মন, জাহাঙ্গীর আলম, সুপ্রিয়া দেব প্রমুখ।

বিজ্ঞাপনসাতদিনের সেরা