kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি   

২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মাদ (১৮ মাস) শাহাদাত খানের ছেলে ও আবির হাসান (২ বছর) আহসান হাওলাদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাসার উপজেলার মেলাকাই গ্রামের শিশু মোহাম্মাদ খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

বিজ্ঞাপন

তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অন্যদিকে কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের বাড়ির সামনে খেলার সময় পুকুরে পড়ে যায় শিশু আবির হাসান। কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তারও মৃত্যু হয়। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সবিজ ভক্ত জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। কালকিনি মডেল থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা