রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের দীঘির চালা কালীমন্দিরের মূর্তি ভাঙচুরের সময় হাতেনাতে আটক করা হয়েছে নাছিরুল সরদার (৩২) নামের এক যুবককে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক নাছিরুল জেলার কালুখালী উপজেলার গরিয়ানা গ্রামের খালেক সরদারের ছেলে। মন্দিরটির পরিচালনা কমিটির সদস্য স্বপন কুমার প্রামাণিক বলেন, মন্দিরটি মাঠের মধ্যে অবস্থিত।
বিজ্ঞাপন