গলাচিপায় আমন ধান পাকার মৌসুমে অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। জোতদার-লাঠিয়ালরা বিভিন্ন চরাঞ্চলে নিজস্ব বাহিনী নিয়ে যাতায়াত শুরু করেছে। আতঙ্ক সৃষ্টি করতে নারী নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর, হত্যা, চোখ উঠিয়ে দেওয়াসহ নানা ঘটনা ঘটানো হচ্ছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা মৌজার খাসজমি দখলকে কেন্দ্র করে ভূমিদস্যু নজির সরদার, হাসান হাওলাদার, ইব্রাহিম হাওলাদারের নেতৃত্বে দেড় থেকে দুই শ লোকে হামলা করে কৃষক শেখ মিজানুর রহমানের বসতঘর ভাঙচুর করে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, বড়শিবার জমির জরিপ শেষ পর্যায়ে। এক শ্রেণির জোতদার প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে।