রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা এলাকায় প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
অভিযানে চীনের তৈরি একটি একে-৪৭ রাইফেল, একটি চাইনিজ পিস্তল, একটি দেশে প্রস্তুত এলজি, একটি ওয়াকিটকি, সংগঠনটির সশস্ত্র শাখার কিছু পোশাক, চাঁদা আদায়ের রশিদ, আড়াই লাখ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধারের কথা জানানো হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাছড়া এলাকায় ইউপিডিএফের সশস্ত্র নেতা প্লাবন চাকমার নেতৃত্বে ১৬-১৭ জনের একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর সেনা জোন ও পুলিশ ওই এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
তবে অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং আসন্ন ইউপি নির্বাচন ঘিরে পাহাড়ে ‘ভয়ভীতি প্রদর্শনের মহড়া’ বলে দাবি করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।