kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

পদ্মা সেতুতে বসল প্রথম লাইটপোস্ট

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মা সেতুতে এবার বসেছে লাইটপোস্ট। গতকাল বৃহস্পতিবার সেতুর মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর ভায়াডাক্ট (সংযোগ উড়ালপথ) পিলারের মাঝে এই লাইটপোস্ট বসানো হয়। প্রথম দিনে আটটি লাইটপোস্টের মূল কাঠামো বসানো হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, এসব লাইট ১৫ দিন আগে চীন থেকে পদ্মা সেতুর মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ডে ৯৫টি লাইটপোস্টের কাঠামো এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

গতকাল থেকে এ লাইটপোস্টগুলো বসানোর কাজ শুরু হয়েছে। তিনি আরো জানান, সেতুতে মোট ৪১৬টি লাইটপোস্ট বসানো হবে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং সংযোগ সেতুতে বসানো হবে ৮৮টি। সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যানবাহন নামার পথে ২৪টি ও ওঠার পথে ২২টি ল্যাম্পপোস্ট বসানো হবে। সেতুর মাওয়া প্রান্তের সংযোগ যে পথ ধরে যানবাহন নামবে সে পথে বসানো হবে ২০টি আর ওঠার পথে ২২টি লাইটপোস্ট বসানো হবে।সাতদিনের সেরা