সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশে স্বাধীনতাবিরোধী জামায়াতসহ মৌলবাদী শক্তির পুনরুত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল সংসদ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না। হবে অসাম্প্রদায়িক রাষ্ট্র।
বিজ্ঞাপন