kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

করোনায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা গেল দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ গেল ১০ অক্টোবর ১০ জনের মৃত্যুর হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৭০ জনের।

বিজ্ঞাপন

নতুন করে শনাক্ত হয়েছে ২৩৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫। মারা যাওয়া ৯ জনের মধ্যে তিনজন পুরুষ এবং ছয়জন নারী। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৬টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৮৩২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৮৮টি। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ এক হাজার ৮৬৯টি।সাতদিনের সেরা