kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

সিপিডির আলোচনা

নাগরিকের তথ্য সংগ্রহ করছে এনপিআর

নিজস্ব প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেডাটাবেইস ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারের (এনপিআর) মাধ্যমে নাগরিকের সব তথ্য সংগ্রহ করতে কাজ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এনপিআর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।

গতকাল বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘কভিড-১৯ মহামারি চলাকালে ডাটাচালিত নীতি তৈরি : অভিজ্ঞতাকে এগিয়ে নেওয়া’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মুনতাসির কামাল এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।

সভাপতির বক্তব্যে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অনেক সময় ডাটা সরবরাহে নানা সমস্যা দেখা দেয়। সঠিক ডাটা সরবরাহের সময় নানা দিক চিন্তাও করা হয়। ডাটা সরবরাহের ক্ষেত্রে আমাদের তিনটি সমস্যা আছে। প্রথম কারিগরি সমস্যা, দ্বিতীয় প্রাতিষ্ঠানিক সমস্যা, তৃতীয়টি রাজনৈতিক সমস্যা।’

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত এইচ ই মিস নাথালি চুয়াড বলেন, ‘দূতাবাস বাংলাদেশের এসডিজি অর্জন প্রক্রিয়াকে পরিপূরক করার জন্য গবেষণায় সহায়তা করছে। বিশ্বজুড়ে অংশীদারির উদ্যোগগুলো জাতীয় স্তরে ডাটা সমস্যার ওপর জোর দিচ্ছে। সুইজারল্যান্ডও তাদের দেশের কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের ডাটা ইকোসিস্টেমকে সমর্থন অব্যাহত রাখবে।’

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক প্রমুখ ভার্চুয়াল আলোচনাসভায় অংশ নেন।সাতদিনের সেরা