kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

মানবপাচার সমস্যার সমাধানে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক   

২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানবপাচারের মূল কারণগুলো খুঁজে বের করে তা সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার ভোরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ আহ্বান জানান। মানবপাচার রোধে জাতিসংঘের বৈশ্বিক কর্মপরিকল্পনার মূল্যায়নবিষয়ক ওই সভায় রাবাব ফাতিমা বলেন, ‘মানবপাচারের মূল কারণগুলো, বিশেষ করে জলবায়ুজনিত নাজুক পরিস্থিতি এবং সংঘাত ও বাস্তুচ্যুতির মতো বহুমুখী কারণে সৃষ্ট মানবপাচারের কারণগুলো খুঁজে বের করে তা সমাধান করতে হবে। ’

বিজ্ঞাপনসাতদিনের সেরা