kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   

২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উপলক্ষে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে ২০২০/২০২১ সালে শান্তিকালীন বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) প্রাপ্ত ছয়জন এবং ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জনকারী ২০ জনসহ সর্বমোট ২৬ সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধান পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাঁদের নিকটাত্মীয়ের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও শুভেচ্ছা উপহার দেন।

বিজ্ঞাপনসাতদিনের সেরা