kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব ওএসডি

যশোর প্রতিনিধি   

২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন ও সচিব এ এইচ এম আলী আর রেজাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠিতে বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীবকে এবং সচিব হিসেবে রাজশাহীর ড. কামরুজ্জামান ডিগ্রি কলেজের শিক্ষক মো. আব্দুল খালেক সরদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, গত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের হিসাব যাচাইকালে আড়াই কোটি টাকা আত্মসাতের তথ্য উদঘাটিত হয়।

বিজ্ঞাপন

এরপর চার ধাপে মোট সাত কোটি টাকা লোপাটের তথ্য মেলে।সাতদিনের সেরা