বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা-তালুকদারপাড়ায় গতকাল মঙ্গলবার দুর্বৃত্তদের গুলিতে উ থোয়াই নু মারমা নামের স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে উ থোয়াই নু মারমা ছোট ভাইয়ের বাসায় রাতের খাবার খাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। হামলায় ক্রা থুই চিং নামের এক গৃহবধূও গুলিবিদ্ধ হন। তাঁকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন