ঢাকার ধামরাইয়ে ইসরাফিল হোসেন (৩৫) নামের যুবককে খুঁটির সঙ্গে হাত-পা ও কোমরে শিকল বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মজিবর রহমানকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
একই সঙ্গে তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। এদিকে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যান মজিবর রহমানসহ ১২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বিজ্ঞাপন