সম্মান না দেখানোয় বাজারে থাকা এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক অতুল সরকার চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এসি ল্যান্ড জিল্লুর রহমান গত ২৭ অক্টোবর চরভদ্রাসন কর্মস্থলে যোগ দেন।
ভুক্তভোগী ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চরভদ্রাসন বাজার এলাকায় অবস্থান করেন এসি ল্যান্ড।
বিজ্ঞাপন