kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

তিন দিনেও লাকসামের নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিন দিনেও লাকসামের নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মেলেনি

মোহাম্মদ রাসেল

কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও এলাকা থেকে নূর মোহাম্মদ রাসেল (১৯) নামের এক তরুণ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। প্রাথমিকভাবে জানা গেছে, গত শনিবার ভোর ৫টায় দোকানের মালপত্র কিনতে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন তিনি। এর পর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রবিবার রাতে রাসেলের বাবা শামসুল আলম লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১১২৫) করেছেন।

বিজ্ঞাপন

রাসেল লাকসাম সদর উপজেলার মোকছেদ আলী টাওয়ারে গার্মেন্টসামগ্রীর ব্যবসা করতেন।

জিডিতে উল্লেখ করা হয়, লাকসামের সাহাপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন রাসেল। সেখান থেকে শনিবার ভোরে দোকানের মালপত্র কিনতে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন তিনি। এর পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। ওই দিন রাতে ভাড়া বাসায় গিয়ে খোঁজ নিলে সেখানকার লোকজন জানায়, রাসেল ঢাকায় গেছেন। কিন্তু  এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। রাসেলের বাবা শামসুল আলম কেউ তাঁর ছেলের সন্ধান পেলে তাঁর সঙ্গে ০১৭২১৭২০৭৬৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন।সাতদিনের সেরা