গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কোনেরভিটার বাসিন্দা অনিমেষ গাইনের শিশুপুত্র অংশুমান অন্তুষ গাইন (৬) দীর্ঘদিন ধরে লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছে। বর্তমানে সে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছেন। এ জন্য আরো ৪০ লাখ টাকা প্রয়োজন।
বিজ্ঞাপন
সাহায্য পাঠানোর ঠিকানা : অনিমেষ গাইন, সঞ্চয়ী হিসাব নম্বর : ১২৭১৫১০৩৮৯৬৬৭, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, বরিশাল শাখা, বরিশাল। কল্যাণী তালুকদার, সঞ্চয়ী হিসাব নম্বর : ০২০০০০৮০৬৯৯২৪, অগ্রণী ব্যাংক লিমিটেড, কালকিনি শাখা, বরিশাল। বিকাশ নম্বর : ০১৭৪৩৯০৮০৭২ এবং রকেট নম্বর : ০১৭৪৩৯০৮০৭২-৪।