kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা কাল থেকে

নিজস্ব প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকাল বুধবার থেকে স্কুল ও মাদরাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। মূলত আজ মঙ্গলবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এবং আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরুর মাঝামাঝি সময়ে সংক্ষিপ্ত পরিসরে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে স্কুল ও মাদরাসাগুলোকে পরীক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্কুলের শিক্ষার্থীদের নেওয়া হবে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা। আর দাখিল মাদরাসায় এই তিন বিষয় ছাড়াও অতিরিক্ত হিসেবে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা নেওয়া হবে।

মাউশি ও মাদরাসা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দেড় ঘণ্টা। যেসব অধ্যায় থেকে বাংলা, গণিত ও সাধারণ গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করানো হয়েছে তা শিক্ষার্থীদের পরীক্ষার সিলেবাস হবে।

প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। পরীক্ষায় সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরো ১০ নম্বর যোগ করতে হবে। আর ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে ১০ নম্বর যোগ করতে হবে। মোট ১০০ নম্বরের ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নের পর বার্ষিক পরীক্ষার ফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেস রিপোর্ট দিতে হবে।সাতদিনের সেরা