kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন। রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন (আরইউএমইউএনএ) এ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সম্মেলনের মিডিয়া পার্টনার থাকবে কালের কণ্ঠ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন জানান, এবার অংশ নেবে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৩০০ শিক্ষার্থী। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উদ্ভাবনের সংস্কৃতিকে উদ্দীপ্ত করা’। তিনি আরো জানান, আগামী বৃহস্পতিবার শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনের উদ্বোধন করা হবে। সাতটি কমিটি নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হবে।সাতদিনের সেরা