নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ওসিসহ জেলা পুলিশের পরিদর্শক পদের সাত কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কোম্পানীগঞ্জ থানার ওসি তিন মাস আগে যোগ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান। এর আগে রবিবার রাতে মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই বদলি আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন