রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় ভেজাল খাদ্য ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালায় র্যাব-১০-এর একটি দল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
র্যাব-১০-এর এএসপি এনায়েত কবির জানান, অভিযানের সময় ফাহিম কেবলসকে পাঁচ লাখ টাকা, এমএস আলম স্টোরকে দুই লাখ টাকা, মৃধা ফুড ইন্ডাস্ট্রিকে দুই লাখ টাকা ও হাবিবা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন