ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী রিয়াকে (১৮) গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী রুবেল আহম্মেদ (২৬)। পরে পুলিশ রুবেলের দেখানো জায়গা থেকে লাশ উদ্ধার করে। রুবেল কুমিল্লার মুরাদনগর থানার বিচাপিতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও কামাল হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গত বছর উত্তর পানগাঁওয়ের মোতালেব মিয়ার মেয়ে রিয়ার সঙ্গে রুবেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ঘটনার দিন স্ত্রীকে নিয়ে রুবেল শ্বশুরবাড়ি বেড়াতে যান। সেখান থেকে বাড়িতে ফিরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) খালেদুর রহমান জানান, রাত ৮টার দিকে রুবেল থানায় এসে ডিউটি অফিসারকে জানান যে তিনি স্ত্রীকে হত্যা করেছেন। রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।