বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল জলিলের বাসার পেছনে ব্যাগভর্তি অবস্থায় পড়ে থাকা ককটেলগুলো উদ্ধারের পর ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলের পাশে একটি আলুর ক্ষেতে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের পরিদর্শক আবুল বাসারের নেতৃত্বে আসা দলটি দুই দফায় বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে। পরিদর্শক আবুল বাসার বলেন, ‘ব্যাগের ভেতরে শক্তিশালী আটটি বিস্ফোরক ছিল।
বিজ্ঞাপন