ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কেন্দ্রীয় ভাগাড়ে উৎপন্ন হওয়া গ্যাস পরিমাপ করতে গ্যাস অ্যানালাইজার, ড্রোন ও পরিমাপক যন্ত্র হস্তান্তর করা হয়েছে। মাতুয়াইলে অবস্থিত এই ভাগাড়টির গ্যাস পরিমাপে এসব যন্ত্রপাতি দিয়েছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের কাছে এসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন