kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

পদ্মা সেতু

এবার মাওয়া প্রান্তে গ্যাস পাইপ ওঠানো হচ্ছে

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মা সেতুতে মাওয়া প্রান্তে গ্যাস পাইপ ওঠানো গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে গ্যাস নেওয়ার জন্য এর আগে গত ১৯ আগস্ট সেতুর জাজিরা প্রান্তে গ্যাস পাইপ ওঠানো শুরু হয়েছিল।

৭৬২ মিলিমিটার ব্যাস ও ২৫.৪০ মিলিমিটার ‘ওয়াল থিকনেসের’ (দেয়ালের পুরুত্ব) প্রতিটি পাইপের দৈর্ঘ্য ১২ মিটার এবং ওজন সাড়ে পাঁচ টন।

পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাসলাইন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আফজাল হোসেন জানান, ক্রেনে করে পাইপগুলো সেতুতে তোলা হচ্ছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে জাজিরা প্রান্ত থেকে ১৫১টি পাইপ সেতুতে উঠে গেছে। স্থাপন করা হয়েছে ১৪১টি। মাওয়া প্রান্তে এ পর্যন্ত উঠেছে চারটি পাইপ।সাতদিনের সেরা