kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

স্বাস্থ্যমন্ত্রী বললেন

শিক্ষার্থীদের টিকা স্কুলেই দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, ‘আমরা এত দিন চার-পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের একটি স্কুলের মাধ্যমে টিকা দিয়েছি। এ ক্ষেত্রে আমরা দেখছি যে নিবন্ধনসহ নানা বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

তাই আমরা সারা দেশের প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’

করোনাভাইরাস প্রতিরোধে এর মধ্যে ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানে ‘অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং ও রিনিউয়াল সিস্টেমের’ উদ্বোধন করেন।  সাতদিনের সেরা