kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী আজ

হবিগঞ্জ প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ফরিদ গাজীর পরিবার, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সিলেট এবং হবিগঞ্জ, হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে। ফরিদ গাজীর বড় ছেলে সংসদ সদস্য দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী এসব তথ্য জানিয়েছেন।

দেওয়ান ফরিদ গাজী ব্রিটিশবিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি। ১৯২৪ সালে হবিগঞ্জের নবীগঞ্জে ফরিদ গাজী জন্মগ্রহণ করেন।

ফরিদ গাজী ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট সদর আসন থেকে এমএনএ নির্বাচিত হন।সাতদিনের সেরা