পরিচ্ছন্নতাকর্মী ও তাঁদের পরিবারের জীবনমানের উন্নয়নে বহুমুখী সুবিধাসংবলিত আটটি ‘ওয়াশ ব্লক’ উদ্বোধন করেছে ব্র্যাক ও দ্য কোকা-কোলা ফাউন্ডেশন। বিশ্ব টয়লেট দিবস-২০২১ উপলক্ষে ঢাকার বিভিন্ন নিম্ন আয়ের এলাকায় গতকাল বৃহস্পতিবার এসব ‘ওয়াশ ব্লক’ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বন্ধন প্রজেক্টের অধীনে দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের (টিসিসিএফ) সহায়তায় এসব অবকাঠামো নির্মাণ করেছে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রগ্রাম (ইউডিপি)। এর মূল উদ্দেশ্য হলো পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ জীবন এবং উন্নত জীবিকা নির্বাহের উপায় তৈরির জন্য একটি মডেল তৈরি করা।
বিজ্ঞাপন
টয়লেটগুলোতে সার্বক্ষণিক পানি সরবরাহ নিশ্চিতকরণে মোটরপাম্প ও রিজার্ভার, হাত ধোয়ার সুবিধা ও সাবান রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য হাতল এবং ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও রয়েছে।