টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি করেন। গত বুধবার রাতে দলটির সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু সই করা এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইন হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে।
বিজ্ঞাপন