kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

হাসপাতালে আরো ১২৯ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১২৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ১০৩ জন এবং ঢাকার বাইরে ২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ঢাকায় ৪৪৫ জন এবং অন্যান্য বিভাগে ১১০ জন।সাতদিনের সেরা