kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

কভিডে আরো ছয়জনের মৃত্যু শনাক্ত ২৬৬

নিজস্ব প্রতিবেদক   

১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত হয়ে দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে দুজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বিকেলে আগের ২৪ ঘণ্টার এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞাপন

এ নিয়ে দেশে গতকাল বুধবার পর্যন্ত সরকারি হিসাবে কভিডে ২৭ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নতুন করে আরো ২৬৬ জনের কভিড সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে দেশে এযাবৎ মোট সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনে।

গত মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৩৫ শতাংশ।সাতদিনের সেরা