kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সংক্ষিপ্ত

আরো ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১৩১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৪ জন। গতকাল রবিবার সন্ধ্যায় আগের ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬৩৪ জন রোগী ভর্তি আছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ঢাকায় আছে ৫০৭ জন, আর বাকি ১২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছর ২৫ হাজার ৬৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ হাজার ৯০৩ জন। এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৯৭ জন।সাতদিনের সেরা