kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

বাম জোটের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজ্বালানি তেলের মূল্য এবং বাস, লঞ্চসহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আয়োজিত জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে বাম জোটের নেতাকর্মীরা মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে সচিবালয়ের পূর্ব গেটে বাধার মুখে পড়েন। এ সময় বাম জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে সমাবেশ করেন।

বিজ্ঞাপন

বাম জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদের (মার্ক্সবাদী) আ ক ম জহিরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক আব্দুল আলী, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) বিধান দাস প্রমুখ।সাতদিনের সেরা