kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

বিলুপ্তপ্রায় ডলফিন প্রজাতির প্রাণীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে জেলের ভেসাল জালে ধরা পড়া বিলুপ্তপ্রায় ডলফিন প্রজাতির একটি প্রাণীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জালে আটকা পড়ার পর জেলে এবং এলাকার লোকজন বাঁশ ও লাঠি দিয়ে পেটায় প্রাণীটিকে। গতকাল শুক্রবার উপজেলার চৌকিঘাটা হাটের সেতুসংলগ্ন এলাকায় প্রাণীটি ধরা পড়ে। বিরল প্রাণীটি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে।

বিজ্ঞাপন

এর লম্বা মুখ ও লেজের পালক ডলফিনের মতো দেখতে। স্থানীয় লোকজন জানায়, এটির ওজন চার মণের কাছাকাছি। স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, প্রাণীটি ভেসালে আটকা পড়লে ভেসালের মালিক তাপস ও স্থানীয় কয়েকজন মিলে নির্দয়ভাবে এটিকে পিটিয়ে হত্যা করে। মাছ ব্যবসায়ী মো. আব্দুল হাই জানান, তাপসের ভেসালে ডলফিন প্রজাতির প্রাণীটি ধরা পড়ে। তাঁর কাছ থেকে এক হাজার টাকায় কিনে নেন তিনি। তিনি এর তেল সংরক্ষণ করবেন। এর তেল ব্যথা নিরাময় করতে পারে বলে ধারণা তাঁর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন জানান, এটি স্তন্যপায়ী ডলফিন প্রজাতির প্রাণী। এ প্রজাতির প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। সচেতনতা বৃদ্ধির জন্য নদীতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে।সাতদিনের সেরা