ডিজিটাল নিরাপত্তা আইনে কেউ মামলা করার জন্য আবেদন করলেই যেন মামলা না নেওয়া হয় সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যেন তাঁদের গ্রেপ্তার করা না হয় সে জন্যও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা নিয়ে দেশে-বিদেশে বিতর্ক, সমালোচনা রয়েছে।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, “এই আইনের অপব্যবহারের ব্যাপারে আমরা বড় কঠোর হবো। যে-ই এ আইনের ‘মিসইউজ ও অ্যাবিউজ’ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আমরা করছি। তার কারণ ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় একটি আইন। ‘বাকস্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য এ
আইন করা হয়নি’—আমি বারবার এ কথা বলব। ”