kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

বসুন্ধরা কিংসের কোচের ওপর হামলা, জিডি

নিজস্ব প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজধানীর মিরপুর এলাকায় বসুন্ধরা কিংস ও জাতীয় দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত নয়ন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনায় তিনি মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নয়ন কালের কণ্ঠকে বলেন, তিনি প্রয়োজনীয় কাজ শেষ করে প্রাইভেট কার চালিয়ে বাসায় ফিরছিলেন।

বিজ্ঞাপন

রাত ৯টার দিকে মিরপুর মধ্য পাইকপাড়া বউবাজার এলাকায় পৌঁছলে সড়কে যানজট থাকায় তিনি গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষায় ছিলেন। এরই মধ্যে পেছন থেকে এসে একটি মোটরসাইকেল তাঁর প্রাইভেট কারের সামনের লুকিং গ্লাস ভেঙে ফেলে। তিনি প্রতিবাদ করলে মোটরসাইকেলে থাকা ব্যক্তি (গলায় চ্যানেল ২৪ লেখা ফিতা ছিল) নয়নকে গালাগাল করতে থাকেন। নাম জানতে চাইলে বলেন ‘মাসুম’। এর কিছুক্ষণের মধ্যে তিনি মোবাইল ফোনে আরো চারজনকে সেখানে ডেকে এনে নয়নের ওপর হামলা চালান। মাসুম তাঁকে কিল-ঘুষি মারেন। মাসুমের সহযোগীরাও তাঁকে মারধর করে।

মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নয়ন সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ দলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার চেয়েছেন কিংস ও জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোসহ বর্তমান ও সাবেক অনেক খেলোয়াড়।সাতদিনের সেরা