kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

করোনায় আরো ৬ জনের মৃত্যু

ছয় বিভাগে শূন্য মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে দুজন। অন্য ছয় বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

এতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ২৯৪ জন। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৪৭ জনের। ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে পুরুষ তিনজন এবং তিনজন নারী।     

গারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি তিন লাখ এক হাজার ৫৯৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১.৫০ শতাংশ।সাতদিনের সেরা