kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিল ভারত

বেনাপোল প্রতিনিধি   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ সেনাবাহিনীর জন্য উপহারস্বরূপ ১৫টি ঘোড়া পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ঘোড়াগুলো গতকাল বুধবার বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছেছে।

গতকাল সকাল ১০টার দিকে ঘোড়াগুলো ভারতীয় সেনাবাহিনীর ছয়টি গাড়িতে করে আনা হয় বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানস ল্যান্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি গাড়ি নো-ম্যানস ল্যান্ড এলাকায় গিয়ে ঘোড়াগুলো গ্রহণ করে।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার আল খোকন ও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল ইসলাম। ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবর ওয়াল। বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর আরো কয়েকজন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

 সাতদিনের সেরা