kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

টাঙ্গাইলে সড়কে ঝরল দুই প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। আহত হয়েছেন একজন।  একটি বাস মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিলে ছোট ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে রাস্তা পার হতে গিয়ে মারা গেছেন এক ট্রাকচালকের সহকারী। এ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত :

টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন দুই ভাই। বাসচাপায় ছোট ভাই খালেদ হাসান (২৪) মারা যান। বড় ভাই বিপ্লব খান (৩০) আহত হন। খালেদ ও বিপ্লব মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে।

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গতকাল সকাল সোয়া ৬টার দিকে মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২১) নামে ট্রাকচালকের সহকারী মারা গেছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় রবিউলকে চাপা দেয় একটি ট্রাক। রবিউল নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা সদরের রমিজ উদ্দিনের ছেলে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক জানান, রবিউল এক ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন।সাতদিনের সেরা