kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

করোনা মহামারি

গত সপ্তাহে মৃত ব্যক্তিদের ৮৭ শতাংশ টিকা নেয়নি

২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগত ১১ থেকে ১৭ অক্টোবর এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৫৫ জন। তাদের ৪৮ জন তথা ৮৭.৩ শতাংশই টিকা নেয়নি। বাকি সাতজন তথা ১২.৭ শতাংশ টিকা নিয়েছিল। এই সাতজনের মধ্যে পাঁচজন শুধু প্রথম ডোজ নিয়েছিলেন। বাকি দুজন দুই ডোজই পূর্ণ করেছিলেন।

এদিকে মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭১.৪ শতাংশ ডায়াবেটিসে, ৬৮.৬ শতাংশ উচ্চ রক্তচাপে, ২২.৯ শতাংশ বক্ষব্যাধিতে, ১৭.১ শতাংশ হৃদরোগে, ১৪.৩ শতাংশ কিডনিজনিত, ২.৯ শতাংশ লিভারজনিত, ৫.৭ শতাংশ স্ট্রোকে, ২.৯ শতাংশ করে থাইরয়েড, রক্ত ও মানসিক সমস্যাজনিত রোগে আক্রান্ত ছিল।

মৃত ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষের হার প্রায় সমান, পুরুষ ৫০.৯ শতাংশ এবং নারী ৪৯.১ শতাংশ। যাদের অনেকেরই দুই বা তারও বেশি সহরোগ (কো-মরবিডিটি) ছিল বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

গতকাল সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গত এক সপ্তাহে (৪২তম সপ্তাহ) অর্থাৎ ১৮ থেকে ২৪ অক্টোবরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। একই বিশ্লেষণে আগের সপ্তাহের (১১ থেকে ১৭ অক্টোবর বা ৪১তম সপ্তাহ) তুলনায় মৃত ব্যক্তিদের মধ্যে কো-মরবিডিটির হার ৬.১ শতাংশ বেশি ছিল বলে উল্লেখ করা হয়েছে।সাতদিনের সেরা