kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

বিএসএমএমইউ ও ঢামেকে পেট সিটি মেশিন স্থাপন

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসে দুটি পেট সিটি মেশিন এবং রেডিও কেমিস্ট্রি সুবিধাসহ একটি সাইক্লোট্রন মেশিন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের (নিনমাস) ‘সাইক্লোট্রন সুবিধাসহ পেট সিটি স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব মেশিন স্থাপন করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে আরেকটি পেট সিটি মেশিন স্থাপন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গতকাল রবিবার এর উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনাসভায় যোগ দেন তিনি। এতে আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য অধ্যাপক ডা. অশোক কুমার পাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা