kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

এলজিআরডি মন্ত্রী বললেন

ডিসেম্বরে ড্যাপের গেজেট

নিজস্ব প্রতিবেদক   

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ড্যাপ রিভিউ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) গেজেট আকারে প্রকাশিত হবে। তবে যৌক্তিক কারণে কোথাও সংশোধনের প্রয়োজন হলে সেটি করার সুযোগ থাকবে। গতকাল মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী, রিহ্যাব, বিএলডিএসহ সব পক্ষের মতামত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া খসড়া ড্যাপ নীতিমালা ওয়েবসাইটে আপলোড করায় সেখানেও অনেকে মতামত দিচ্ছেন। সেগুলোও আমলে নেওয়া হচ্ছে। অর্থাৎ সবার যৌক্তিক পরামর্শ ও মতামত অন্তর্ভুক্ত করেই এটি চূড়ান্ত করা হচ্ছে। সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী প্রমুখ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা